সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
ঘাটাইলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

ঘাটাইলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সোমবার বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উভয় পাশে যানজেটর সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, গত ২৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থকরা রোববার দুপুরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। সেই মিছিলের প্রতিবাদে সোমবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বে বিক্ষোভ করা হয়। অপর দিকে কমিটি বাতিলের দাবিতে সাবেক এমপি আমানুর রহমান খান রানার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে তাদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুই সাংবাদিকসহ আটজন আহত হয়। ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরবর্তীতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840