সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
টাঙ্গাইলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ॥ আহত ৫

টাঙ্গাইলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ॥ আহত ৫

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা গ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি সমর্থক অন্তত ৩ জন আহত হয়েছে। এ সময় সেখানে ভাংচুরের ঘটনাও ঘেেটছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ লাবু মিয়ার উদ্যোগে বাড়ির আঙ্গীনায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন কর্মসুচি গ্রহন করা হয়। দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান কর্মসুচিতে অংগ্রহন করার সময় ১০/১৫ টি মোটরসাইকেলযোগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সেখানে অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। এরা হলো- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ (২৫), ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাতক শাজাহান মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন।
বিএনপি নেতা মোঃ লাবু মিয়ার অভিযোগ, সাবেক সংসদ সদস্য মাহমুদল হাসান অনুষ্ঠানে পৌছানের সাথে সাথে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের ভাই শাহাদত হোসেনের নেতৃত্বে মোটর সাইকেলযোগে সরকারদলীয় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় । এসময় তাদের অস্ত্রের আঘাতে কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও ইউনিযন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বলেন, আমাদের ছেলেরা সেখান দিয়ে যাবার সময় অপরপক্ষের লোকজন কটুক্তি করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন আফজাল হোসেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840