প্রতিদিন প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রমুলক মিথ্যা , ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারে প্রতিপক্ষরা মাঠে নেমেছে বলে অভিযোগ করেছে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন তিনি। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, সম্প্রতি গোপালপুরের আওয়ামী লীগ নেতা নিক্সন হত্যা মামলা নিয়ে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে। সুমন নামের এক আসামীর বানোয়াট ভিডিও নিয়েও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রতিপক্ষরা। তারা ঢাকার সাংবাদিকদের কাছে এই ভিডিও দিয়ে সিন্ডিকেট নিউজ করছে। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নিব।
সংবাদ সম্মেলনে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাছিত, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।