সরকারি সা’দত কলেজ প্রতিনিধি: টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চড়ুইভাতি ও মিলনমেলা-২ এর আয়োজন করেন।
বুধবার (২৩ অক্টোবর) কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ১১ ঘটিকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সুলতান আহম্মেদ (উপাধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ) এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)।
উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষক মন্ডলী। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ সহ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর সুব্রত কুমার সাহা (বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ)। সঞ্চালনা করেন মোঃ রাসেল কবির (৪র্থ বর্ষ)।
অনুষ্ঠানটি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষক মণ্ডলী বক্তব্য প্রদান করেন। দিনব্যাপী বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। আয়োজনের মধ্যে ছিল অভ্যন্তরীণ খেলাধুলা, ফটোসেশন, র্যাম্প শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিল ঢাকা থেকে শান্তি আক্তার, হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় সংগীতশিল্পী অমিত আল-আমিন সহ টাঙ্গাইলের জনপ্রিয় ব্যান্ড “রেমলেরাস দ্যা রক”। এছাড়াও বেশ কয়েকজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম আমেজ লক্ষ্য করা যায়। ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ রাফিদ হোসেন বলেন, বৃষ্টি না হলে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান টা সুন্দর হতো। তবে বড় ভাই-বোন সবার সাথে দেখা হওয়া এবং মিলেমিশে এরকম অনুষ্ঠানের আয়োজন করায় আমি অনেক আনন্দিত। ২য় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান মীম বলেন, আমাদের অনুষ্ঠান নিয়ে সবার আশা ছিল চূড়ান্ত পর্যায়। অনুষ্ঠানের ১ম দিকের আয়োজন খুবই ভালো ছিল কিন্তু ২য় অংশ অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় বৃষ্টির জন্য আমরা আমাদের আশানুরূপ ভাবে অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারিনি কিন্তু আমরা হিসাববিজ্ঞানের ছাত্রছাত্রীরা থামবার নয়। বৃষ্টি উপভোগের মাধ্যমেই সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনুষ্ঠান সূচি অনুযায়ী সম্পূর্ণ প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করেছি। ২য় বর্ষের শিক্ষার্থী খাইরুল কবির রাজীব বলেন, প্রচার যে ভাবে করা হয়েছে সেই হিসেবে অনুষ্ঠান হয়নি। তবুও যতটুক হয়েছে খারাপ না কিন্তু বৃষ্টি এসে সব এলোমেলো করে দিয়েছে। এখানে কারো হাত নেই। তবুও অনুষ্ঠানসূচি অনুযায়ী শেষ করা হয়েছে। ৩য় বর্ষের শিক্ষার্থী তারিকুল ইসলাম রাহাত বলেন, প্রোগ্রামটা শুরু থেকে দুপুর পর্যন্ত খুব সুন্দর ছিল। বৃষ্টিটা আসার কারণে সময় মত সবকিছু করা যায়নি। তাই দুপুরে খাওয়া দাওয়া সহ আড্ডা দেওয়া সব ক্লাসরুমেই হয়েছে। বিকালের দিকে হালকা বৃষ্টির মধ্যেও গান ও নাচের মাধ্যমে প্রোগ্রামটা শেষ করা হয়। বৃষ্টিতে আমাদের কোন হাত নেই। তাই মনে করি সব মিলে সুন্দর সময় কেটেছে সবার।