প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বাস মিনিবাস নির্বাচনে আ’লীগ ও বিএনপি নেতারা মিলেমিশে একাকার হয়ে উঠেছেন। বৃহৎ দুই দলের নেতারা সমন্বয় করে প্রতিদ্ব›িদ্ধতা করছেন দুই প্যানেলে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকসহ কার্যকরী সভাপতি পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রতিদ্ব›িদ্ধতায় নেমেছেন। তাদেরই প্যানেলে স্থান পেয়েছেন সমিতির টাকায় আওয়ামীলীগের ডোনার খ্যাত নেতাসহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রতিরোধ মিছিলে সরাসরি অংশ নেয়া ও মামলায় কারাভোগকারী, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদকসহ বিতর্কিত আওয়ামীলীগ নেতা বড়মনির অনুসারিরা।
বিএনপি নেতাকর্মীর মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও নির্বাচনে অংশ নেয়া নেতাদের দাবি পেশাজীবী এই সংগঠণে দল বা দলীয় পদপদবী বিবেচনা করার কোন সুযোগ নেই। বিজয়ী হতে নির্বাচনী মঞ্চে আওয়ামীলীগ ও বিএনপির নেতারা এক হয়েছেন বলে দাবি তুলেছেন সাধারণ ভোটাররা।
জানা যায়, আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪৫টি পদে দুই প্যানেলে প্রতিদ্ব›িদ্ধতা করছেন ৮৭জন প্রার্থী। সমিতি কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে নির্বাচনের ভোট গ্রহণ। ভোটার সংখ্যা-৮২৪জন। এরআগে ১০ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে মনোনয়নপত্র বিক্রি। ১১ জানুয়ারি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হয় দাখিল। ১২ জানুয়ারি বিকেল ৫ টা থেকে ৭টা পর্যন্ত চলে মনোনয়নপত্র বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিসহ রাত ৯ টায় প্রকাশ করা হয় খসড়া তালিকা। ওইদিনই প্রস্তাবকারীর নাম, স্বাক্ষর ও ভোটার নম্বর না থাকায় সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি পদের দুই প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোয়নপত্র দুটি বাতিল ও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্ব›িদ্ধতায় সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি নির্বাচিত হন দুইজন। ১৪ জানুয়ারি বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রত্যাহার ও রাত ৮টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটারের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতৃবৃন্দের ছত্রছায়ায় ভোট ছাড়াই সমিতির গত কমিটির সভাপতি খন্দকার ইকবাল হোসেন ও মহাসচিব হন গোলাম কিবরিয়া বড়মনি। তাদের অনুসারি হিসেবে ওই কমিটিতে সহসভাপতি পদ পান ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রতিরোধ মিছিলে সরাসরি অংশ নেয়া ও মামলায় কারাভোগকারী শহর আওয়ামীলীগ নেতা রাশেদুর রহমান তাবিব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আলম তুষার সম্পাদক (বাস), বিতর্কিত আওয়ামীলীগ নেতা বড়মনিরের সহযোগি খ্যাত প্রদীপ কুমার পাল সম্পাদক (মিনিবাস), হাবলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজম আলী ও হাবলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আলম যুগ্ম সম্পাদক, বড়মনিরের ঘনিষ্ট সহচর তোফাজ্জল হোসেন তোফা সহ-সম্পাদক, বড়মনিরের বাস টার্মিনাল নিয়ন্ত্রণের সহযোগি দেওলার প্রভাবশালী শিকদার পরিবারের ছেলে শাহেদ শিকদার সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্ধতা করছেন। তাদের অভিযোগ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিকের প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক পদে দুইজন হাবলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজম আলী, একই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের হামলা মামলা আসামী মো. ফরহাদ আলমসহ বড়মনিরের বাস টার্মিনালের নিয়ন্ত্রক ও টাঙ্গাইল পলিটেকনিক কলেজের ছাত্রদের উপর হামলাকারী শাহেদ শিকদার সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্ধতা করছেন। অপর প্যানেলে জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিলের বড়ভাই খন্দকার আতিকুজ্জামান সভাপতি, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান সাধারণ সম্পাদক আর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারেকুল ইসলাম খান ঝলক কার্যকরী সভাপতি প্রার্থী হলেও ওই প্যানেলে সহ-সভাপতি পদে বিতর্কিত আওয়ামীলীগ নেতা বড়মনিরের সহযোগি খ্যাত প্রদীপ কুমার পাল, সম্পাদক (বাস)পদে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রতিরোধ মিছিলে সরাসরি অংশ নেয়া ও মামলায় কারাভোগকারী শহর আওয়ামীলীগ নেতা রাশেদুর রহমান তাবিব, সম্পাদক (মিনিবাস) পদে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আলম তুষার আর সহ-সম্পাদক পদপ্রার্থী হয়েছেন বড়মনিরের ঘনিষ্ট সহচর খ্যাত তোফাজ্জল হোসেন তোফা।
গত কমিটির দায়িত্ব পালনকালে সমিতির কয়েক কোটি টাকার লুটপাটকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিয়ে বিএনপি নেতাদের নির্বাচনে অংশ নেয়ার সমালোচনা করে তারা আরো অভিযোগ করেন. টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের মরহুম সভাপতি ফারুক এর কথিত ছেলে খন্দকার ইকবাল হোসেনসহ নির্বাচনে অংশ নেয়া অধিকাংশ নেতা এই সমিতিকে আওয়ামীলীগের শাখা অফিসে পরিনত করেছিলেন। সমিতির টাকায় নীরিহ মালিকরা সাহায্য না পেলেও আওয়ামীলীগ নেতাকর্মীকে মাসিক ভাতা দিয়ে লালন পালন করা হয়েছে। সমিতির পদ টিকিয়ে রাখতে সাধারণ মালিকদের কষ্টার্জিত চাঁদা টাকায় আওয়ামীলীগের নির্বাচন, সভা-সমাবেশে ব্যয় করা হয়েছে। সমিতির বার্ষিক বনভোজন কক্সবাজারে মালিকদের বিমানে না নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে যাওয়ার ব্যয়ের টাকা সমিতির খরচ সহ লাখ টাকার ঘি দেয়া হয়েছে আওয়ামীলীগ নেতাদের। ২০২২ হইতে ২০২৪সালের অভ্যন্তরীন নিরীক্ষা প্রতিবেদন ও হিসাব বিবরণীতে অসামঞ্জস্যপূর্ণ এমন প্রায় আড়াই কোটি টাকার ব্যয় দেখিয়েছেন গত কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও সড়কে চলাচলের অনুমতি (রোডপার্মিট) বাবদ নতুন গাড়ি থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বলেও অভিযোগ তুলেছেন তারা। অনুমোদনহীন ২০২২ থেকে ২০২৪ সালের অডিট কমিটির অভ্যন্তরীন নিরীক্ষা প্রতিবেদন ও হিসাব বিবরণী থেকেও অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
সমিতির সাবেক সম্পাদক (বাস) প্রদীপ কুমার পাল বলেন, আমি গত কমিটির সম্পাদক ছিলাম। শুধু চেয়ারের দায়িত্ব পালন করেছি। টাকা লেনদেন হয়েছে সভাপতি, মহাসচিব আর কোষাধ্যক্ষের স্বাক্ষরে। সাবেক সম্পাদক (মিনিবাস) শফিউল আলম তুষার বলেন, এটা পেশাজীবী সংগঠণ। আমি দীর্ঘদিন যাবৎ সমিতির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। এখানে দলের কোন অস্তিত্ব নেই। আওয়ামীলীগের নেতাকর্মীদের পিছনে টাকা ব্যয়ের বিষয়ে তিনি আরো বলেন, সভাপতি আর মহাসচিবের স্বাক্ষরেই ওই টাকা গুলো ব্যয় হয়েছে। সাবেক সহ-সভাপতি রাশেদুর রহমান তাবিব বলেন, আমাকে ইচ্ছের বিরুদ্ধে ওই কমিটিতে রাখা হয়েছিল। আমি ওই নেতৃবৃন্দের একপেশী মনোভাবের কারণে এবার তাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছি। ফোন দেয়া হলেও রিসিভ করেননি সাংগঠনিক সম্পাদক শাহেদ শিকদার। এছাড়া সমিতির কার্যালয়ে গিয়েও যুগ্ম সম্পাদক প্রার্থী আলী আজম আলী, মো, ফরহাদ আলম আর শাহেদ শিকদারকে পাওয়া যায়নি।
সাবেক কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন বলেন, চেক স্বাক্ষরে আমার প্রয়োজন থাকলেও নগদ টাকা লেনদেনে আমার প্রয়োজন হয়নি। সভাপতি আর মহাসচিব নগদ টাকা নিয়ে ওই লেনদেন গুলো করেছেন।
সাধারণ সম্পাদক প্রার্থী নিলুফা ইয়াসমিন খান বলেন, আমি সমিতির সাবেক নেতৃবৃন্দের সর্বোচ্চ অসহযোগিতা আর হয়রানীর শিকার হয়েছি। প্রতিবাদ করতে এবার নির্বাচনে এসেছি। ইতোমধ্যেই ওই নেতৃবৃন্দের লুটপাট আর অসামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীন নিরীক্ষা প্রতিবেদন ও হিসাব বিবরণীর বিরোধীতা করেছি। যার ফলে সেটি সাধারণ সভায় পাশ হয়নি। বিজয়ী হলেও পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সভাপতি প্রার্থী খন্দকার আতিকুজ্জামান বলেন, দলীয় প্রভাবমুক্ত আর সাধারণ মালিকদের সমিতির কার্যালয় করতে আমরা নির্বাচনে এসেছি। বিজয়ী হলে সমিতির স্বাভাবিক যাত্রা অব্যাহত রাখবো। নীরিহ মালিকদের সাহায্য করার পাশাপাশি সমিতির মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তিনি আরো বলেন, পেশাজীবী সংগঠণ, তাই নির্বাচনে দলীয় পদপদবীর বিচার করা হয়নি। পরিবহণ মালিক হিসেবে তাদের প্রার্থী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। আমরা বিজয়ী হলে সাধারণ মালিকদের ব্যয়কৃত টাকা ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নিব।
সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, আমি নামমাত্র সভাপতি ছিলাম। সকল দায়িত্ব পালন করেছেন মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি। নির্বাচনে বিজয়ী হতে আমার বিরুদ্ধে অনিয়মের তথ্য গুলো প্রচার করা হচ্ছে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সমিতির নেতা হিসেবে আমাকে উপস্থিত থাকতে হয়েছে। তবে আমি কোন দলের সদস্য নই।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, নির্বাচনের সকল প্রস্ততি প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আগামী ২৫ জানুয়ারি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাছাইয়ে প্রতিদ্ব›িদ্ধদের মনোয়নপত্র বাতিল হওয়ায় কার্যকরী সভাপতি আর সাধারণ সম্পাদক প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।