সংবাদ শিরোনাম:
ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি নির্বাচনের অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। আদালতের রিট রিটপিটিশন দায়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিটপিটিশন দায়ের করায় শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফাহমিদা আখতারের স্বাক্ষরিত এক আদেশে গণতন্ত্রের ত্রুটিপূর্ণ তফসিলে নির্বাচন না করার আহবান জানানো হয়।

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা যায়, আগামী ২৫ জানুয়ারি মালিক সমিতির নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়। ওই নির্বাচনে টাঙ্গাইল জেলার পাবলিকক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শফিকুল ইসলাম রিপনকে প্রধান নির্বাচন কমিশনার ও এডভোকেট আতাউর রহমান আজাদ, এডভোকেট জাফর আহমেদ ও বাবু শ্যামলকে নির্বাচন কমিশনার নিযুক্ত করে নির্বাচন কমিশন গঠন করা হয়। এরা কেউই সমিতির সদস্য বা উপদেষ্টা কমিটির সদস্য নন। গঠনতন্ত্র অনুযায়ী সমিতির প্রধান উপদেষ্টাকে প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুইজনকে সদস্য করে তিন সমদস্য বিশিষ্ট কমিশন গঠন করার বিধান রয়েছে।

এছাড়াও জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মিনিবাস মালিক সমিতি একত্রিকরণ করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি নামকরণ করা হয়। যা নিয়ম অনুযায়ী শ্রম অধিদপ্তরকে জানানো হয়নি। নির্বাচনের তফসিলে রেজিস্টেশন নম্বর উল্লেখ করা হয়নি। রিটপিটিশনে বলা হয় গঠনতন্ত্রের বিধান না মেনেই ওই কমিশন গত ২ জানুয়ারি একটি নির্বাচনী তফসিল ঘোষণা করে আগামী ২৫ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। এসব অভিযোগ এনে গত ১৫ জানুয়ারি দুইজন মালিক সমিতির দুই সদস্য শফিকুল ইসলাম শামীম ও জাহিদুল ইসলাম সবুজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিটপিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশনের প্রেক্ষিতে গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফাহমিদা আখতারের স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক রায়ে শ্রম অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের কার্যক্রম গ্রহণ না করায় আগামী ২৫ জানুয়ারী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন থেকে বিরত থেকে শ্রম অধিদপ্তরের আইন কানুন মেনে সমিতির সকল সদস্যর স্বতস্ফুর্ত অংশগ্রহণে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন করার আহবান জানানো হয়।

সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুর রহমান শফিক বলেন, নির্বাচনের তফসিলে ত্রুটি থাকার কারণে সমিতির সাধারণ দুইজন সদস্য হাইকোর্টে রিটিপিটিশন দাখিল করেন। আদালত নির্বাচন স্থগিত করে। সুষ্ঠ সুন্দর এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন করার আহবান সকল সাধারণ ভোটারের।

সভাপতি প্রার্থী ইকবাল হোসেন বলেন, নির্বাচনের শেষ মুহুর্তে এসে রিট পিটিশন দায়ের কাম্য ছিল না। গঠনতন্ত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। সরকার পরিবর্তন ও পরির্বর্তীত পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে। আমরাও পরিবর্তন চাই। সবাইকে সাথে নিয়ে এক সাথে চলতে চাই। শেষ মুহুর্তে এসে নির্বাচন বন্ধ হলে মালিকদের মনবল ভেঙ্গে যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme