প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে “তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো তারিকুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর নির্বাচন অফিসের সামনে থেকে র্যালী বের হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম।
এসময় জনগণের ভোটের অধিকার নিশ্চিতের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার নাজমুল হাসান, বীর মুক্তি যোদ্ধা চাঁদ মিঞা, অধ্যাপক এস এম জাহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।