প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টাসংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রবিবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে গত শনিবার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সংম্মেলন করেছিলেন সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সন্ধানপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ারা সুলতানা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, দিলোয়ারা সুলতানা কর্তৃক অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন। তিনি বলেন, নতুন ভবন এর কাজ প্রকৌশলী কর্তৃক প্লান মোতাবেক করার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটিনির্মাণ উপকমিটি করা হয়েছে। উক্ত কমিটি বিলভাউচার এখনো কার্যকরি কমিটিতে উপস্থাপন করেনি এবং তা অনুমোদন করাহয়নি। অথচ ৮ লক্ষ টাকার আতœসাতের অভিযোগ করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত। সংগঠনের সভাপতি মোঃ আব্দুরর হমানতালুকদার বলেন, সংগঠনের মাঝারী ও বড় ধরণের ব্যয় উপকমিটির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। উপজেলা শিক্ষকদের মধ্যে বিভক্তি ছড়ানোর উদ্দেশ্যে এমন অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকল শিক্ষককে বাংলাদেশ প্রাথঃ শিক্ষক সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি হাবিবুর রহমান, কার্যকরী সাধারণ সম্পাদক হোসাইন আলম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।