সংবাদ শিরোনাম:
ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টাসংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রবিবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে গত শনিবার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সংম্মেলন করেছিলেন সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সন্ধানপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ারা সুলতানা।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, দিলোয়ারা সুলতানা কর্তৃক অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন। তিনি বলেন, নতুন ভবন এর কাজ প্রকৌশলী কর্তৃক প্লান মোতাবেক করার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটিনির্মাণ উপকমিটি করা হয়েছে। উক্ত কমিটি বিলভাউচার এখনো কার্যকরি কমিটিতে উপস্থাপন করেনি এবং তা অনুমোদন করাহয়নি। অথচ ৮ লক্ষ টাকার আতœসাতের অভিযোগ করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত। সংগঠনের সভাপতি মোঃ আব্দুরর হমানতালুকদার বলেন, সংগঠনের মাঝারী ও বড় ধরণের ব্যয় উপকমিটির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। উপজেলা শিক্ষকদের মধ্যে বিভক্তি ছড়ানোর উদ্দেশ্যে এমন অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকল শিক্ষককে বাংলাদেশ প্রাথঃ শিক্ষক সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি হাবিবুর রহমান, কার্যকরী সাধারণ সম্পাদক হোসাইন আলম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme