প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর : তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে চত্বরে র্যালি বের হয়।
পরে উপজেলা হল রুমে আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এখলাছ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আদম আলী, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দরা।