প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত ওই অটোরিক্সা চালকের নাম ময়েজ উদ্দিন মোন্না (৪৫)। তিনি পৌরসভার নং ওয়ার্ডের চরপাতুলী এলাকার হুরমুজ আলীর ছেলে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের চাচাতো ভাই নাসীর উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় অটোরিক্সা চালক ময়েজ উদ্দিন পৌরসভার বেবীষ্ট্যান্ড এলাকায় অটো নিয়ে এসে দুইজন যাত্রী তোলেন। সিরিয়াল ভেঙে যাত্রী কেন তুললেন এ নিয়ে একই এলাকার মধু মিয়ার ছেলে অটো চালক রাব্বির সাথে তর্কবির্তক হয়। একপর্যায়ে রাব্বি মিয়া তার ভাই রবিউলকে ডেকে এনে ময়েজ উদ্দিনকে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারতে থাকে। মারপিটের কারণে ময়েজ মাটিতে লুটিয়ে পরলে রবিউল তার হাতে থাকা অটোর চাবি দিয়ে বুকে আঘাত করেন এবং উর্পযপরি বুকে লাথি মারতে থাকেন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় ময়েজ উদ্দিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১১ টা ৩০ মিনিটে ময়েজ উদ্দিন মোন্নার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগমকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। এঘটনায় টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহম্মেদ মুঠোফোনে জানান, বিষয়টি তিনি জানেন না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।