মো.সোহেল রানা: টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে সাধারণ ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রায় দুই ঘন্টা ব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
এসময় মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সুপ্রিম নার্সিং কলেজের শিক্ষার্থী মো: ফরিদুল ইসলাম হাসানের নেতৃত্বে টাঙ্গাইলের নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, সুপ্রিম নার্সিং কলেজ, স্বাধীন বাংলা নার্সিং ইনস্টিটিউট, ব্যুরো নার্সিং ইনস্টিটিউট, ফ্লোরেন্স নার্সিং কলেজ, প্রফেসর সোহরাব উদ্দিন নার্সিং ইনস্টিটিউট, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট, ভূঞাপুর নার্সিং ইনস্টিটউট, প্রফেসর মিজানুর রহমান নার্সিং কলেজ, মাদার তেরেসা নার্সিং ইনস্টিটিউট ও মধুপুর নার্সিং ইনস্টিটিউট এর শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একটি কারিকুলাম চালু করেছে, যেটা অযুক্তিক। আমরা সবাই জানি এসএসসির পর চার বছরের ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি করতে হয়। অথচ এইটা হওয়া উচিৎ ছিল ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি। এই নামের কারনে আমরা চাকুরিতে ভুগান্তিতে পরি। আমাদের এই কোর্সকে যদি ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি করা হয় তাহলে চাকুরির ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো।
এ অবস্থায় যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে ততদিন অবধি কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনায় টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা কর্মসূচী পালন করবো বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।