প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : কালিহাতীতে ইসলামী আন্দলোনে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে কালিহাতী উপজেলা ইসলামী আন্দলোন কার্যালয়ে ইসলামী আন্দলোনে উপজেলা সভাপতি মোজাম্মেল হক লাভলু সভাপতিত্বে সম্মেলন হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা ইসলামী আন্দলোনে সভাপতি আকরাম আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দলোনে সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জেলা সেক্রেটারি মুহাম্মাদ আখিনুর মিয়া, জেলা সদস্য সাইফুল ইসলাম। প্রধান বক্তা জেলা সদস্য রেজাউল করিম।
সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দলোন সেক্রেটারি জামিল আল মামুন। সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনে মাধ্যমে মোজাম্মেল হক লাভলুকে সভাপতি ও জামিল আল মামুন সেক্রেটারি সিদ্ধান্ত হয়।