প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে এক গৃহবধু (১৯) দেবর ও ভাতিজা দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার দু’দিন পর থানায় এসে গৃহবধূর অভিযোগের পর পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত দুই ধর্ষণকারী।
তারা হলেন- মধুপুর উপজেলা অরনখোলা ইউনিয়নের জলছত্র (পঁচিশ মাইল) এলাকার সায়েদ আলী’র ছেলে মো.শামীম (২৩), গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও (পূর্বপাড়া) এলাকার জামাল হোসেনের ছেলে ইমরান (২০)।
ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলা গোলাবাড়ি ইউনিয়নে লোকদেও গ্রামের পূর্বপাড়ায়।
গত ২৮ এপ্রিল (সোমবার) সকালে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে সম্পর্কে এক ভাসুর মোঃ জামাল হোসেনের ছেলে ইমরান ও চাচাতো দেবর জলছত্র (পঁচিশ মাইল) এলাকা বসবাসকারী সায়েদ আলী’র ছেলে মো. শামীম জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনার দু’দিন পরে ৩০ এপ্রিল থানায় এসে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, এর আগে বিভিন্ন সময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ঘটনার দিন সকালে বাড়িতে অন্য কেউ না থাকায় কথা বলার ছলে হঠাৎ তার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা দুজন জাপটে ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষণকারীকে গ্রেফতার করে ১ মে (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন (সংশোধন) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রেক্ষিতে আসামীদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রক্রিয়া চলছে।