সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
করটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরামহীন প্রচারণায় সোহেল আনছারী

করটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরামহীন প্রচারণায় সোহেল আনছারী

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিরামহীন প্রচার-প্রচারনা, সভা ও সমাবেশ করছেন (সরকারি সা’দত কলেজর সাবেক এজিএস) সোহেল আনছারী। দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন ও বিজয়ী হবেন- এমন বিশ্বাস নিয়ে তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার(৯ অক্টোবর) দিনব্যাপি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি।

এ প্রসঙ্গে সোহেল আনছারী বলেন, ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি। সরকারি সা’দত কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সময়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি । আগামী দিনেও সেটা অব্যাহত রাখবো।

আওয়ামীলীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। প্রতিটা নির্বাচনে দলীয় প্রতিক নৌকার সম্মান রক্ষায় ভোটের মাঠে থেকেছি। বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও মন উজাড় করে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আপ্রান চেষ্টা করি এবং সফলতা লাভ করি।

তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে রাতদিন বিরামহীন প্রচার-প্রচারনা, গণসংযোগ, সভা-সমাবেশ করে যাচ্ছি। আমার বিশ্বাস-দল আমাকে এবার মনোনয়ন দেবে। দল মনোনয়ন দিলে জনগণের ব্যাপক ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হব। নির্বাচিত হতে পারলে করটিয়া ইউনিয়ন পরিষদকে জনবান্ধব ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো। এছাড়া, ইউনিয়ন পরিষদকে জননেত্রী শেখ হাসিনার আদর্শের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করবো। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন কাজ এগিয়ে নিব।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840