কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: সাতটি জেলার অংশগ্রহণে টাঙ্গাইলের কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীর সার্বিক তত্ত্বাবধানে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার ২১ ডিসেম্বর বিকেল তিনটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনছার আলী বি.কম এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন।

ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন (লিল্টু), যুগ্ম সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ ভূইয়া। নির্ধারিত ৬০ মিনিটের উদ্বোধনী খেলায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থাকে ০-১ গোলে হারিয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া ইয়াং স্টার ফুটবল ক্লাব জয়লাভ করে।

জানা যায়, এ টূর্ণামেন্টে টাঙ্গাইল জেলাসহ মোট ৭ টি জেলার ফুটবল টিম অংশগ্রহণ করছেন। এছাড়াও পরবর্তী খেলায় অংশগ্রহণ করবেন, গাজীপুর ভাওয়াল মির্জাপুর ফুটবল একাদশ বনাম বগুড়া রণবীর পালা ফুটবল একাডেমী, ঢাকা আয়াত আয়শা ফুটবল ক্লাব বনাম টাঙ্গাইলের ধনবাড়ী ফুটবল একাডেমী, রাজশাহী জিগরাপাড়া শেখ রাসেল স্মৃতি ফুটবল একাডেমী বনাম টাঙ্গাইলের মধুপুর আদিবাসী ফুটবল একাদশ।

উল্লেখ্য, এ টূর্ণামেন্টের প্রতিটি খেলাই কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেই অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840