সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
কালিহাতী পৌর নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মননোয়নপত্র জমা

কালিহাতী পৌর নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মননোয়নপত্র জমা

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার আসন্ন সাধারন নির্বাচনে রবিবার ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৬, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তাসনিম জাহানের নিকট।

মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আকবর জব্বার, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জামিল আল মামুন, স্বতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ুন খালিদ, মোঃ হাসাস হাসনাত (মিশু) ও এস এম আনোয়ারুল হক বাবুল সহ ৬ জন তাদের মনোনয়নপত্র জমা দেন।

সাধারন আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোঃ মিনহাজ উদ্দিন বাবু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন ও মোঃ সিদ্দিক হোসেন ৪ জন , ২নং ওয়ার্ডে সোহেল রানা, মোঃ আব্দুর রশিদ, মির্জা মোঃ আব্দুল মজিদ ও মোঃ আব্দুল বারেক ৪ জন, ৩নং ওয়ার্ডে মোঃ মর্তুজ আলী, আবু বকর, মোঃ ছানোয়ার হোসেন ও মোঃ আঃ মান্নান ৪ জন, ৪ নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম খাঁন (ফরিদ), অজয় কুমার দে সরকার (লিটন), মোঃ হারুন অর রশিদ, মোঃ জিয়াউর রহমান ও চন্দন কর্মকার ৫ জন, ৫নং ওয়ার্ডে মোঃ ফারুক হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্দুস সালাম ও মোঃ সাইদুর রহমান ৫ জন, ৬ নং ওয়ার্ডে মোঃ দুলাল হোসেন, দীপু, মোঃ জালাল উদ্দিন ও আঃ খালেক ৪ জন, ৭নং ওয়ার্ডে মোঃ আসাদুল ইসলাম, মোঃ রাজা মাহমুদ, এনামুল হক, মোঃ আসুফজা ও জয়নাল আবেদীন ৫ জন, ৮নং ওয়ার্ডে খন্দকার সাইদুর রহমান ও মোঃ কামরুল হাসান ২ জন, ৯ নং ওয়ার্ডে ওসমান গণি, মোঃ আরশেদ আলী ও আব্দুছ ছালাম ৩ জনসহ ৩৬ জন এবং সংরক্ষিত ১ নং আসনের কাউন্সিলর পদে মোছাঃ চায়না, পারভীন আক্তার, হোমেরা বেগম ও শেফালী খাতুন ৪ জন, সংরক্ষিত ২ নং আসনে ময়না আক্তার, বিউটি রানী ঘোষ, ফিরোজা ও সালমা আক্তার ৪ জন এবং সংরক্ষিত ৩ নং আসনে মোসাঃ রেজিয়া ও বর্ণালী দেবনাথ ৩ জনসহ ১০জন, সর্বমোট ৫২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কালিহাতী পৌরসভা গঠিত হয়। প্রায় ৪১ হাজার জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা ২৮ হাজার ছয়শত পঞ্চান্ন জন। ৪র্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভার সাধারন নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840