সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

গোপালপুর ছাত্রলীগের সংবাদ সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৬৯২ বার দেখা হয়েছে।

মো.নুর আলম গোপালপুর : খেলনা পিস্তলের সাঁজানো ছবি দেখিয়ে গোপালপুর উপজেলা ছাত্রলীগের এক র্শীষ নেতার বিরুদ্ধে কুৎসা রটনা ও তার ইমেজ ক্ষুন্নের অপচেষ্টা চালানোর অভিযোগ এনে শুক্রবার সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ।

গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, গোপালপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক তার নিজ গ্রাম ডুবাইল হাইস্কুল মাঠে দু’বছর আগে বৈশাখী মেলায় এক শিশু ভাতিজাকে একটি খেলনা পিস্তল কিনে দেন।

মেলার অনেক দর্শকের পস্থিতিতে ভাতিজার বায়নার দরুন দোকানের সামনে খেলনা পিস্তল দিয়ে তিনি ফায়ার ওপেন করেন। কৌতুকচ্ছলে অনেকেই ওই ছবি মোবাইলে ধারণ করেন।

কেউ কেউ ওই ছবি ফেসবুকে পোস্ট করে ওই ছাত্রনেতার ভাতিজা প্রীতির প্রশংসনা করেন। বিষয়টি নিয়ে দীর্ঘ দিন কোনো কথা হয়নি। সম্প্রতি টাঙ্গাইলের এক আওয়ামীলীগ নেতা খুনের ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাবশালী আসামীরা জামিনে মুক্তি পাওয়ায় পরিকল্পিত ভাবে ওই ছাত্রলীগ নেতার পিস্তল কাহিনীর ডালপালা ছড়াতে থাকে।

সামাজিক মাধ্যম ছাত্রলীগ নেতার খেলনা পিস্তলকে আসল পিস্তল আখ্যা দিয়ে মহাকাব্য বানানো হয়। অপপ্রচার চালানো হয় গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ছোট মনির এলাকায় কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছেন।

ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের সেই খেলনা পিস্তলের পুরনো ছবিকে আসল পিস্তল বর্ণনা দিয়ে আগ্নেয়াস্ত্র বিতরণের জোর প্রচারণা চালানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, শিশু ভাতিজাকে আনন্দ দেয়ার জন্য খেলনা পিস্তলের বিষয়টিকে নিয়ে যারা নোংরা রাজনীতি ও কুৎসা প্রচার করেন সেই খুনিরা বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ করার যোগ্যতা রাখেন না।

খেলনা পিস্তলের ছবি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে যে কেউ দেখতে পাবেন অপপ্রচারটি কতোটা মনগড়া ও সাঁজানো। ছাত্রলীগের রাজনীতি সুস্থ্যধারায় চাঙ্গা হওয়ায় গোপালপুরে অবস্থানরত একটি স্বার্থান্বেষী মহল যারা ওই খুনিদের পরোক্ষ সমর্থক তারা প্রমাদ গুণছেন এবং ষড়যন্ত্র করে ছাত্রলীগের অগ্রগতিকে থামিয়ে দিতে চাচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান বিমান,

উপজেলা যুবলীগের সহসভাপতি মানিক হাসান মিলু, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর, সম্পাদক রাসেল কবীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জুয়েল,

ইকবাল হোসেন, আলমগীর কবীর রানা, শহর ছাত্রলীগের আহবায়ক ফারুক আহমেদ, কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme