সংবাদ শিরোনাম:
ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে মাভাবিপ্রবি বাস সার্ভিস মির্জাপুরে ৪৭ জন অসুস্থদের মধ্যে চেক বিতরণ ভূঞাপুরে ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত টাঙ্গাইল সদরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
ঘাটাইলের দেওপাড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পাড়াপাড়

ঘাটাইলের দেওপাড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পাড়াপাড়

জাহাঙ্গীর আলম : ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন খাকুরিয়া ব্রিজ ঝুকিপূর্ন হয়ে পড়েছে।

দেওপাড়া কালিহাতী সড়কের দেওপাড়া খাকুরিয়াতে অবস্থিত ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পাড় হয় এ ব্রিজ দিয়ে। বিকল্প কোন সড়ক না থাকায় শত শত যানবাহন বাধ্য হয়েই প্রতিনিয়ত ঝুঁকিপুর্ন এ ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটির ওপর দিয়ে যানবাহন পার হওয়ার সময় গাড়ীর একপাশ উচু করে যাত্রীরা যানবাহন পার করছে।

যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। কালিহাতী থেকে দেওপাড়া -ধলাপাড়া, গান্ধী, চৌরা, কালিকাপুর, তালতলা, শোলাকী পাড়া, শিবের পাড়া, মলাজানি, বাদামজানি সহ বেশ কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম হল এ ব্রিজ।

সিএনজি চালক আমিনুর জানান, এই ব্রিজটির ওপর দিয়ে সিএনজি চালাতে খুব ভয় করে, যে কোন সময় দূর্ঘটনার কবলে পড়তে পারি। অটোরিক্সাগুলো এ ব্রিজের উপর দিয়ে পাড় করতে গেলে ৩-৪ জন লোক মিলে গাড়ীর একপাশ উচু করে ধরে গাড়ী পাড় করতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটির সংস্কার করা উচিত।

কালিহাতী থেকে দেওপাড়াগামী সিএনজি যাত্রী রোকন তালুকদার জানান, দেওপাড়া থেকে কালিহাতী ও টাঙ্গাইল যাওয়ার বিকল্প কোন সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে যাতায়াত করি। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই অতিদ্রুত ব্রিজটির সংস্কার প্রয়োজন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840