সংবাদ শিরোনাম:
ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে মাভাবিপ্রবি বাস সার্ভিস মির্জাপুরে ৪৭ জন অসুস্থদের মধ্যে চেক বিতরণ ভূঞাপুরে ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত টাঙ্গাইল সদরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগের ৪ নতুন মুখ

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী নতুন মুখ এসেছে। বাকি চার আসনের প্রার্থী অপরিবর্তিত রেখেছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীর সংসদ নির্বাচনে রবিবার বিকেলে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর নেতাকর্মী ও অনুসারীরা উল্লাস প্রকাশ এবং মিস্টি বিতরণ করছেন। মনোনয়ন না পাওয়া এমপিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য মতে টাঙ্গাইল-৫ সদর আসনে দুইবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন মনোনয়ন পাননি। এখানে মনোনয়ন দেওয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাতবারের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। বাদ পড়েছেন বর্তমান এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। তিনি সাবেক ছাত্রনেতা ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান। তিনি টাঙ্গাইল জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য। এখানে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান। তিনি ঘাটাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বাবা ও প্রয়াত এমপি শামসুর রহমান খান শাজাহানের ভাই। টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি বাদ পড়েছেন। এখানে মনোনয়ন পেয়েছেন সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। তার বাবা প্রয়াত শওকত মোমেন শাহজাহান এ আসনের একাধিকবার এমপি ছিলেন। এদিকে জেলার অন্য চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থী অপরিবর্তিত রয়েছে। তার হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোটমনির এমপি, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840