সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলের কালিহাতীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে আহত

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪৭২ বার দেখা হয়েছে।

শান সিদ্দিকী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির হোসেন গালিব (৩২) ও সুমন (২৮) কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

সম্প্রতি উপজেলার বালিয়াটা মোড়ে এ ঘটনা ঘটে। এ ব্যপারে আহত গালিবের বাবা বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল হক মজনু বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা করার পর মামলা তুলে নিতে বাদী পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আসামীরা।

তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন ভুক্তভোগী পরিবার। প্রকাশ্যে আসামীরা ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ কোন আসামী গ্রেফতার করেনি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাইকড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির হোসেন গালিব গত ৫ মার্চ সন্ধ্যায় সুমনকে সাথে নিয়ে বালিয়াটা বাজারে যায়। এসময় পূর্ব থেকে উৎ পেতে থাকা ওবায়দুল ইসলাম, ওয়ারেস, শান্ত মিয়া, হুমায়ুন, মশিউর রহমান তুলা, আলমগীর, লেবু মিয়া, মজনু মিয়া, ওয়াসিম, জয়নালসহ বেশ কয়েকজনের একটি দল গালিব ও সুমন এর উপর হঠাৎ হামলা করে ও  কুপিয়ে আহত করে।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা আমিনুলের থেকে জানা যায়, মাগরিবের পর ভুক্তভুগী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির হোসেন গালিব ও সুমন বালিয়াটা মোড়ে আসে। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দূর্বওরা। তাদের চিৎকার শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনর্চাজ কামরুল ফারুক জানান, আসামীদের গ্রেফতারের সর্বাধিক চেষ্টা  ও আসামিদের দ্রুত আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনা তদন্তে জানা গেছে, র্পূবে ঘটনার জেরে এ হামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme