সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

টাঙ্গাইলে তিনটি উপজেলা ও একটি পৌরসভায় ভোট গ্রহণ শুরু

  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :টাঙ্গাইলের তিনটি উপজেলায় ২৪টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় ভোট গ্রহণ শুরু।
৩য় ধাপে টাঙ্গাইলের মধুপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মধুপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার ২৪ টি ইউপিতে নির্বাচন শুরু হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধুপুর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৮ জন, নাগরপুরে ১১টি ইউপিতে ৫৮ জন এবং কালিহাতী ইউনিয়নের ১০টি ইউপিতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী আজাদ হোসেন নির্বাচিত হন। তবে ওই ইউপিতে সদস্য পদে নির্বাচন চলছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আজাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ফলে ওই ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইলের ২৪টি ইউপি এবং ১টি পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে মোট ২৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এতে ৫ লাখ ১৪ হাজার ৯২৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপরদিকে ঘাটাইল পৌরসভায় ৯টি কেন্দ্রে ২২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme