সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলে করোনা সংক্রমন রোধে পুলিশের বিশেষ চেকপোষ্ট

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৫৯৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমন রোধে টাঙ্গাইলে ৪টি গুরুত্বপূর্ন স্থনে বিশেষ চেক পোষ্ট বসিয়েছেন জেলা পুলিশ। অপ্রয়োজনে শহরের চলা ফেরা করা মানুষদের বাড়ির বাহিরে আসতে নিষেধ করছেন এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য শহরের বিভিন্ন স্থানে লিফলেটসহ মাইকিং করছেন তারা।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে তিন দিন যাবৎ শহরের প্রবেশদার টাঙ্গাইল পুরাতন বাসস্টান্ড, ডিসট্রিকগেট, নিরালামোড় এবং শান্তিকুঞ্জ মোড়ে এই চেক পোষ্ট বসানো হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেক পোষ্ট বসিয়ে অপ্রয়োজনে শহরে চলাফেরা করাা মানুষদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করার পরামর্শও দিচ্ছেন চেকপোস্টেও দায়িত্বরত পুলিশ সদস্যরা।

শনিবার (০৪ এপ্রিল) শহরের নিরালা মোড়ে পরিস্থিতি পর্যবেক্ষণে এসে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলা হলেও তা অনেকেই মানছেননা।

এ কারণে আর সচেতনতা বাড়াতে শহরের মূল প্রবেশদারের ৪টি গুরুত্বপূর্ন স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে। এ চেকপোস্টেও দায়িত্বরত পুলিশ সদস্যরা কেন মানুষ শহরে আসছেন সেটা জানার পাশাপাশি অপ্রয়োজনে কেই ঘরের বাহিরে আসলে তাদের সতর্ক করছেন। তবে এরপর যদি কেউ না মানেন তাহলে তাদেও বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এ সময় তিনি আরো জানান, সদর থানা ছাড়াও জেলার প্রত্যেকটি থানায় চেক পোষ্ট বসানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme