জাহাঙ্গীর আলম : “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। মাদক ছেড়ে খেলতে চল”, প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ-১৭ বালক-বালিকা) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল ষ্টেডিয়ামে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ আলহাজ ছানোয়ার হোসেন, (মির্জাপুর) আসনের সাংসদ ও সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন,
ঘাটাইল আসনের সাংসদ আলহাজ আতাউর রহমান খান, কালিহাতী আসনে সাংসদ আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী,
নাগরপুর-দেলদুয়ার আসনের সাংসদ আহসানুল হক টিটু, গোপালপুর-ভূঞাপুর আসনে সাংসদ তানভীর হাসান ছোট মনির, যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন,
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী।
টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন এ টুর্নামেন্টে অংশ নিবে। উদ্বোধনী খেলায় করটিয়া ইউনিয়ন দল ও কাতুলি ইউনিয়ন দল অংশ গ্রহন করে।