সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেন্সিডিল সহ ৪ জন মাদক ব্যাবসায়ী আটক

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেন্সিডিল সহ ৪ জন মাদক ব্যাবসায়ী আটক

প্রতিদিন প্রতিবেদক: অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৬৬ (নয়শত ছেষট্টি) বোতল ফেন্সিডিল, ০১ প্রতিদিন প্রতিবেদক : অভিনব কায়দায় মাইক্রোবাসের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বুধবার ( ২৭ মার্চ ) আনুমানিক রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৯৬৬ বোতল ফেন্সিডিল সহ ৪জন কে আটক করা হয়। আটককৃতরা হলেন, ১। মোঃ দুলু মিয়া (৪০), পিতা- মোঃ কফুর উদ্দিন,২। মোঃ রিপন ইসলাম (২২) [চালক], পিতা- দুলাল হোসেন,৩। মোঃ মিনাজুল ইসলাম (২১), পিতা- মোঃ আমিনুল হক, সর্ব সাং- সেবকদাস,৪। মোঃ রহিম বাদশা (২৭), পিতা- মোঃ আঃ রাজ্জাক, সাং- সেবকদাস নিথক ।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত।
তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।

প্রেস ব্রিফিং এ র‌্যাব-১৪, ( উপ-পরিচালক ) মনজুর মেহেদী ইসলাম বলেন,
২৭/০৩/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ৮ টার দিকে ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী রংপুর মেট্রোপলিটন এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার
উদ্দেশ্যে একটি ( ঘঙঅঐ ) মাইক্রোবাস যোগে রওনা হয়ে বর্তমানে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে ঢাকার দিকে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ( ঘঙঅঐ ) মাইক্রোবাসটির(এক) টি সচল ( ঘঙঅঐ ) মাইক্রোবাস, ০৪টি মোবাইল সেট ও নগদ ১৬৫০/- (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকা সহ ৪ জনকে আটক করি।

এ সময় তিনি আরও বলেন, সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840