প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান ঘর পুড়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের চরপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ৩ টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
টাঙ্গাইল ও নাগরপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকানের মালিক হাসেম মিয়া, মঞ্জু মিয়া ও অরুন দাস জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের তিনটি দোকানই সম্পুর্ণ পুড়ে গেছে এবং প্রায় ২০ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুত্রপাত সর্ম্পকে জানা যাবে।