সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে মিড-ডে মিল উদ্বোধন

ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে মিড-ডে মিল উদ্বোধন

হাফিজুর রহমান.ধনবাড়ী: ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, স্বাস্থ্যবান ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকারের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হাবিল উদ্দিনের সভাপতিত্বে মিড-ডে মিল কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। শিক্ষক সোলাইমান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু।

বিশেষ অতিথি ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন নাহার লীনা বকল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আ: ছালাম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী প্রমূখ।

শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের প্যাকেট তুলে দেন অথিতি বৃন্দরা।
পরে টাঙ্গাইল জেলা প্রশাসক ও ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দরা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840