সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

নিজেকে নির্দোষ প্রমাণ করতে সচেষ্ট চেয়ারম্যান, ভাড়াটে লোকের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নিজেকে নির্দোষ প্রমাণ করেতেই লোক ভাড়া করে মানববন্ধন করেছেন সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার। এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের সাত জন ইউপি সদস্য। এসময় তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা সাধারণ মানুষের কাছে মিথ্যা কথা বলেছেন। তারা সাধারণ মানুষকে বলেছেন, নতুন রাস্তা করা হবে, তাই রাস্তা করার আগে মিছিল করা লাগবে, না হলে রাস্তা আসবে না।

এ বিষয়ে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াজেদ আলী বলেন, সখীপুর, ভালুকা, উথুরা, কালিয়াসহ আশেপাশের ইউনিয়ন থেকে মহিলা ভাড়া করে এনে দেখাইছে, তার জনপ্রিয়তা আছে। ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, আমাকে ফোন দিয়েছিল। আমাকে যেতে বলেছিল মানববন্ধনে। আমি বলেছি, আমি যেতে পারবো না, তাতে যা হয় হবে। তিনি আরো বলেন, আমার ওয়ার্ডে অনেককে মিথ্যা প্রলোভন দিয়ে যেতে বলেছে, কাউকে কাউকে টাকা দেয়ার কথা বলেছে, তারা কেউ যায়নি। পরে আশেপাশের ইউনিয়ন থেকে লোক ভাড়া করে এনে মানববন্ধন করেছেন চেয়ারম্যান। ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফরহাদ আলী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে দশ টাকার কাজ হয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। ৫ নম্বর ওয়ার্ড সদস্য সুরুজ মিয়া অন্যান্য ইউপি সদস্যদের দেয়া বক্তব্যকে সত্য বলে অভিহিত করে বলেন, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আর দু’একজন ইউপি সদস্য এই টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

তবে এই বিষয়ে ইউপি চেয়ারম্যান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, খান পরিবার ও বিএনপির কিছু লোক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সকল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme