নিরপেক্ষ নির্বাচন করতে কালিহাতীতে জেলা প্রশাসকের মতবিনিময়

নিরপেক্ষ নির্বাচন করতে কালিহাতীতে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে টাঙ্গাইলের কালিহাতীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গণি।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরীফুল হক, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান প্রমুখ।

এসময় নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা এ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রার্থীদের আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840