বাসাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে খরিপ-২ উফশী রোপা আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার ২৯ জুন দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহম্মেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, প্যানেল মেয়র বাবুল আহমেদ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী। অনুষ্ঠানে প্রনোদনা হিসেবে একজন কৃষকে এক বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্য প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840