প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যাবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় উদ্বুদ্ধকরণ ভ্রমন অনুুষ্ঠিত হয়েছে।
১০ জুন শুক্রবার মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর এলাকায় এ ভ্রমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভ্রমন অনুষ্টানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী, ফুলবাড়ীয়া উপজেলার উপ-সহকারী কৃষিকর্মকর্তা হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন মধুপুরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম নুরুল ইসলাম তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু, লিটন, মোঃ সেলিম রেজা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফারক হোসেনসহ মধুপুর উপজেলার ৩০ জন সফল কৃষক। কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমনে ফুলবাড়ীয়ার অনন্তপুর এলাকার সফল কৃষক কাজীম উদ্দিন মাস্টারের ভিয়েতনামী বাউ-৩ জাতের মাল্টা বাগান পরিদর্শন করা হয়। উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন অনন্তপুর এলাকার সফল কৃষক কাজীম উদ্দীন, মধুপুরের সফল কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।