সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
মির্জাপুরে ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

মির্জাপুরে ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

প্রিতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৪) ও শাহ আলমের স্ত্রী বাসরী খাতুন (২৮)।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকার জনৈক ডা. মোতালেব হোসেনে বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (দক্ষিন) ওসি হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গোড়াই বটটেকি এলাকার মদিনা নূরানী মাদরাসা এন্ড প্রি ক্যাডেট স্কুলের সামনে অবস্থান নেয়। বিকেলে চারটার দিকে সেখান থেকে স্বামী স্ত্রীকে আটক করা হয়। এসময় শাহ আলমের কাছ থেকে ২০০ পিস ও স্ত্রী বাসরী খাতুনের ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মির্জাপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিন) ওসি হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840