সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সংখ্যা লঘুদের মারধর ঘর বাড়ি মন্দিরে হামলা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের পায়লা গ্রামে অষ্টপ্রহর চলাকালে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে মারধর, বাড়ি-ঘর ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের শ্রী শ্রী বড় কালীবাড়ীর সামনে ঘারিন্দা ইউনিয়ন গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পয়লা মন্দির কমিটির সভাপতি ও মামলার বাদী দুলাল রাজবংশী বলেন, শুক্রবার বিকেলে লীলা কীর্ত্তন চলাকালে হাবিব, রাজু ও পারভেজসহ ৭ জনযুবক প্রসাদ খেতে আসেন। তারা বারবার পায়েশ চান। কিন্তু দুই তিনজনকে বার বার পায়েশ দিলেও আরো খেতে চান। পরে পায়েশ না দেওয়ায় প্রসাদ বিতরণকারীর সাথে তর্ক-বিতর্ক হয়। এরপর ওই যুবকরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।হামলায় নারী-পুরুষ শিশুসহ বেশকয়েকজন আহতহন। এরমধ্যে গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক রিবাজ করছে। সাথে সাথে বন্ধ করে দেয়া হয়েছে লীলা কীর্ত্তন অনুষ্ঠান। আমরা থানায় মামলা দায়ের করেছি।সরকার ও পুলিশ প্রশাসনের কাছে অপরাধীদের সুষ্ঠু বিচার চাই।

মানব বন্ধনে বক্তব্যদেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেশ পাল, জেলা হিন্দু মহাজোটের সভাপতিপল্টন দত্ত বিপ্লব,পয়লা গ্রামের মন্দির কমিটির সভাপতি দুলাল রাজবংশী ওসাধারণ সম্পাদক বাসুদেব সরকার প্রমুখ। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ অংশ গ্রহণ করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানারওসি লোকমান হোসেন বলেন, পায়েশ খাওয়া নিয়ে স্থানীয় কিশোরদের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। হামলায় ৫ জন আহত হয়েছেন। ২০জন কে আসামী করে থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত দুইজন হামলা কারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme