সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

দেলদুয়ারে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর ।। আহত তিন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ১৫৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়ার (৭২) বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে ভাংচুর করেছে স্থানীয় নামধারী সন্ত্রাসী মাসুদ, রকিব ভূইয়া, বানি ভূইয়া, ইকবাল ভূইয়া, শাহাদত ভূইয়া সহ অজ্ঞাত ৭/৮জন।

হামলায় মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়ার (৭২), তার ভাই ইদ্রিস আলী (৬০) ও স্ত্রী হাজেরা বেগম আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার উপজেলা সদর ইউনিয়নের রুপসি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, রুপসি গ্রামের ইনসাদ আলীর ছেলে আব্দুল খালেকের সঙ্গে একই গ্রামের মৃত ইনতাজ সরকারের ছেলে মাসুদের জমি সংক্রান্ত বিষয়ে ৩ বছর যাবৎ বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন ওই বিরোধপুর্ণ জমি নিয়ে মাসুদের পক্ষে পাশ্ববর্তী নলুয়া গ্রামের রকিব ভূইয়া আব্দুল খালেকের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে মাসুদ তার পক্ষে রকিব ভূইয়া, বানি ভূইয়া, ইকবাল ভূইয়া, শাহাদত ভূইয়া এবং অজ্ঞাত ৭/৮ জন লাঠি-সোঠা নিয়ে আব্দুল খালেকের বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে।

এ ঘটনার পর থেকে ওই মুক্তিযোদ্ধা ও পরিবার কে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকী দিচ্ছে সন্ত্রাসীরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আরিফুর রহমান জানান, রুপসি গ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme