প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারাগুলো বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলার এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে বৃক্ষের চারা রোপণ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে চারাগুলো দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আহামদুল্লাহ জুয়েল,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার, এলেঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দোলন মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এরপর ফুলতলা উচ্চ বিদ্যালয়, জিনিয়াস মডেল স্কুল এন্ড একাডেমীসহ আরো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তারা বিভিন্ন গাছের প্রায় ২ হাজার চারা প্রদান করেন।