সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

নকল ব্যান্ডরোল বিড়ি জব্দ ।। তথ্য দিতে অস্বীকৃতি কাস্টমস অফিসের

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূক্তা গ্রামের মোহিনী বিড়ি ফ্যাক্টরিতে নকল বিড়ি তৈরি ও বাজারজাত করণ, নকল ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগে কারখানার ম্যানেজার নজরুল ইসলাম (দুখু) কে গ্রেপ্তার করেছে স্থানীয় কাস্টমস কর্মকর্তারা।

এ সময় প্রায় ২০ লক্ষ টাকার বিড়ি জব্দ করে কাস্টমস অফিস। পরে ৬ লক্ষ ৮০ হাজার টাকার বিড়ি উল্লেখ করে থানায় মামলা দেয়া হয়।

কিন্তু মামলায় উল্লেখিত বিড়িগুলি থানায় জমা দেয়া হয়নি বলে জানান কালিহাতী থানার ওসি। যে কারণে সংবাদকর্মীদের কোন প্রকার তথ্য দিতে অস্বীকৃতি জানান টাঙ্গাইল কাস্টমস অফিসের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে এই অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় অফিস, টাঙ্গাইল অঞ্চল। এই বিষয়ে টাঙ্গাইল অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত পাল বাদি হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম (দুখু) উপজেলার ভূক্তা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা জোবায়দা খানম ঢাকায় থাকায় উনার সাথে যোগাযোগ করা যায়নি। কিন্তু অফিসের অন্যান্য কর্মকর্তারাও এই বিষয়ে সাংবাদিকদের তথ্য দিতে অস্বীকৃতি জানান।

অফিসের নিচের কাউন্টার থেকে ফেরদৌস নামের এক কর্মকর্তার নম্বর (০১৭৫৫৯৩৯৪০১) দেয়া হয় যোগাযোগ করার জন্য। এর আগে সকালে ৯টার দিকে অফিসে এসে এই কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অপেক্ষা করতে বলেন। পরবর্তীতে তিনি আর কোন তথ্য দেননি। এরপর সাংবাদিকরা বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেও তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হন।

এসময় ভ্যাট অফিসের নিচে থাকা কয়েকজন জানায়, প্রায় ২০ লক্ষ টাকার বিড়ি জব্দ করে অফিসে নিয়ে এসেছেন। যা পরে ৬ লক্ষ ৮০ হাজার টাকার বিড়ি দিয়ে থানায় মামলা দেয়া হয়।

এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান, মিষ্টি বিড়ি ফ্যাক্টরির শ্রমিক। ওই বিড়ি শ্রমিকরা আরো জানান, মিষ্টি বিড়ির মালিক তোফাজ্জল মধ্যস্থতা করছেন ঘটনাটি ধামা চাপা দেয়ার জন্য।

পরে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল সূত্র জানায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় অফিস, টাঙ্গাইল অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত পাল বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ/২৫-এ (বি) ধারায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় একজন আসামী আছে। মামলা নম্বর – ১৩, তারিখ – ২৯/০৯/২০২০। সেসময় সূত্র আরো জানায়, জব্দ তালিকায় ছয় লক্ষ ৮০ হাজার টাকার বিড়ি দেখানো হয়েছে।

কিন্তু সেই বিড়ি থানায় জমা দেয়নি। মামলার এজাহারে বলা হয়েছে, ১৯৬৯ সালের কাস্টমস আইনের ১৫৯ এর ধারা মোতাবেক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় অফিস, টাঙ্গাইল অঞ্চলের শুল্ক গুদামে রক্ষিত আছে।

পরে সরেজমিনে ভূক্তা এলাকায় গেলে এলাকাবাসী জানান, রাতের অন্ধকারে কাস্টমস অফিস অভিযান করেছে। প্রায় ২০ লক্ষ টাকার বিড়ি জব্দ করে নিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme