নাগরপুরে উপজেলা কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিমিয়

নাগরপুরে উপজেলা কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিমিয়

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে এমপি মহোদয়ের সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, মানুষের মৌলিক চাহিদার যে ৫টি বিষয় আছে তা আমাদের নিশ্চিত করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা, কৃষি, রাস্তাঘাট সহ সকল প্রকার সেবা সমুহ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে।

এক দিকে করোনা অন্য দিকে দ্বিতীয় দফা বন্যা এই দুই সমস্যাকে আমাদের সর্তকতার সাথে মোকাবেলা করেতে হবে।

পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে। নাগরপুরে উন্নয়নে জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840