সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মহানবীর সা. অবমাননার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ

  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫১২ বার দেখা হয়েছে।

ইসলাম ডেস্কঃ  ফ্রান্সে সরকারী মদদে ইসলাম ও মহানবীর সা. অবমাননার প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

আজ রোববার প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কর্মসূচী ঘোষণা করেন।

বিবৃতিতে খেলাফত মজলিসের নেতৃদ্বয় বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননায় বিশ^ মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। কারণ মুসলমানরা মহানবী হযরত মুহাম্মদ সা. কে তাদের জীবনের চেয়েও বেশী ভালোবাসে। সম্প্রতি ফ্রান্সের দক্ষিনা লীয় শহর মন্টোপলিস ও ত্বলুসের দু’টি সরকারী ভবনে পুলিশী পাহারায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়েছে। ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি হেবদোতে ২০১৫ সালে এসব অবমাননাকর কার্টুন প্রকাশতি হয়েছিলো।

তখন সারা দুনিয়ার মুসলমানরা বিক্ষোভে ফেটে পরেছিলো। বর্তমানে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে তার অন্যতম প্রমান হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী বক্তব্য। ‘ইসলাম নিয়ে বিশ^ সংকটে আছে’ ম্যাক্রনের এ বিতর্কিত ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের পর সরকারী ভবনে মহানবী হযরত মুহাম্মদ সা’ এর অবমাননাকর ব্যঙ্গ কার্টুণ প্রদর্শন একই সূত্রে গাঁথা।

ফ্রান্স সরকারের এ ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের কারণে ইউরোপসহ বিভিন্ন দেশে মুসলমানরা নিরাপত্তাহীন হয়ে পরেছে। মুসলমানরা ধর্মীয় প্রতিহিংসার শিকার হচ্ছে। ফ্রান্সের ইসলাম বিদ্বেষ ও মহানবী সা. এর অবমাননায় বিশে^র দুইশত কোটি মুসলমান চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্স এহেন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সে ইসলাম ও মহানবী সা. এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বাংলাদেশসহ মুসলিম বিশ^কে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সরকারের কাছে প্রতিবাদলিপি প্রেরণ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে। ইতোমধ্যেই ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে এ বর্জন আরো তীব্রতর হবে। ইসলাম ও মহানবী সা. এর অবমাননা কোনভাবেই একজন মুসলমানের পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়।

বিবৃতিতে নেতৃদ্বয় ফ্রান্সে সরকারী মদদে ইসলাম ও মহানবীর সা. অবমাননার প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শুক্রবার সারাদেশে খেলাফত মজলিস ঘোষিত বিক্ষোভ কর্মসূচী সফলের আহ্বান জানান

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme