সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মঙ্গলবার ২৭ শে অক্টোবর বাদ আছর যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন করেন । নগর সভাপতি মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম সুলাইমান মাদানীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল, নগর সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সভাপতি মুফতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, সহ সাধারন সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ আসেম, সহ: সাধারণ সম্পাদক মুফতি হামিমুজ জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন: মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সকে ক্ষমা চাইতে হবে। সভাপতির বক্তব্যে সাইফুদ্দিন ইউসুফ ফাহিম বলেন: বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. এর ইজ্জত রক্ষার জন্য ইসলাম প্রিয় তৌহিদী জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অনতিবিলম্বে ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র থেকে মন্ত্রণালয়ে ডেকে এনে নেক্কারজনক ঘটনার জন্য কৈফিয়ত তলব করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ন্যাক্কারজনক ঘটনার জন্য নিন্দা জানাতে হবে। সর্বপ্রকার ফরাসি পণ্য বয়কট করতে হবে। যে পর্যন্ত ফরাসি সরকার এ ঘটনার জন্য ক্ষমা না চাইবে সে পর্যন্ত যুব জমিয়তের কর্মীরা রাজপথে ত্যাগ করবে না।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840