প্রতিদিন প্রতিবেদক : কয়েক দফা বন্যা শেষে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। সেই সাথে যমুনা পূর্বপাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বন্যা সময় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেন পানি উন্নয়ন বোর্ড। নিয়ম অনুযায়ী জিও ব্যাগ না ফেলার কারণে এখন কোন কাজেই আসছেনা জিও ব্যাগ। জিও ব্যাগসহ বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আতঙ্কে রাত কাটাচ্ছে ভাঙন কবলিত এলাকার লোকজন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার যমুনা পূর্বপাড়ের ভালকুটিয়া, ঘোষ পাড়া ও চিতুলিয়াপাড়া এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে জিও ব্যাগসহ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা। এছাড়াও হুমকিতে রয়েছে নদী তীরবর্তী উঁচু সড়কটি।
ভালকুটিয়া গ্রামের, আব্দুল মালেক, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মনির, ইব্রাহিম মন্ডলসহ অনেকেই জানান, আমাদের এলাকায় বন্যার সময় ভাঙন শুরু হয়েছিল। তাৎক্ষনিকভাবে আমাদের এমপি মহোদয় ও জেলা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। পানি কমার সাথে সাথেই গত কয়েকদিন ধরে আবার নতুন করে ভাঙন শুরু হয়। জিও ব্যাগসহ ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ না করলে পরিবার পরিজন নিয়ে আমাদেরকে রাস্তায় থাকতে হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারোয়ার জানান, যমুনার পূর্বপাড়ে ভাঙনের বিষয়টি আমি শুনেছি। যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে শুকনো মৌসুমে সেসব এলাকায় ভাঙন রোধে কাজ শুরু করা হবে।