সংবাদ শিরোনাম:
মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন
মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে সামনে রেখেই টাঙ্গাইলের মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে-উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩০অক্টোবর) মধুপুর থানা পুলিশের আয়োজনে সকাল ১১ টায় মধুপুর অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি মধুপুর বাসষ্টান্ড এলাকার আনারস চত্বর হয়ে পুনরায় অডিটোরিয়াম মিলনায়তনে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম হল রুমে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন মধুপুর ধনবাড়ি উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, চেয়ারম্যান সমিতির সভাপতি ও গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুসহ বিভিন্ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল বলেন- আজকের অনুষ্ঠানের মুল উপপাদ্যই হলো সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। তিনি আরও বলেন, আমাদের সন্তান কোথায় যায়,কার সাথে মিশে কোনো কিশোর গ্যাং এ-র সাথে মিশে কিনা তার দেখবাল আমাদেরকেই করতে হবে। তবেই এই ভয়াবহ মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য অপরাধ এই সমাজ থেকে প্রতিরোধ করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত মুরাদ হাসান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840