সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

মধুপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে মামুন নকরেক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ২৫ আগস্ট দুপুরে তাকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষনের শিকার যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, মধুপুরের গায়রা গ্রামের বাসিন্দা মামুন নকরেকের সাথে একই গ্রামের শিক্ষার্থীর সাথে পাঁচ বছর আগে সম্পর্ক সৃষ্টি হয়। মামুন নকরেক তাকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। মেয়েটির অজান্তে ভিডিও দৃশ্য ধারণ করে মেয়েটিকে জিম্মি করে ফেলে মামুন। এরপর থেকে ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটির সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়ে। মেয়েটির মা সম্প্রতি মেয়ের শরীরের গড়ন দেখে সন্দেহ দেখা দিলে মেয়ের উপর চাপ সৃষ্টি করে। পরে মেয়েটি সব খুলে বলে। এ ব্যাপারে মেয়ের মা বাদি হয়ে গত ২৪ আগস্ট বিকেলে মধুপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মেয়ের মা বলেন, বর্তমানে আমার মেয়ে ৬মাসের অন্তঃস্বত্তা। মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আমার মেয়েকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। অপকর্মের বিষয়টি গোপন রাখার জন্য ধর্ষনের ভিডিও ফেইসবুকে ভাইরাল কারার পাশাপাশি হত্যার হুমকিও দিয়েছে।

এই মামলায় অভিযুক্ত গায়রা গ্রামের কান্দু ডমেনিক চিসিমের ছেলে মামুন নকরেককে বুধবার সন্ধ্যায়ই গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম বলেন, যুবতী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা মামুন নকরেককে আদালতে সোপর্দ করা হয়েছে। যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme