প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী ভি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের বন্ধু ও পরিবারের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল সোমবার দিনব্যাপী মধুপুর জাতীয় উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সকাল থেকেই বন্ধুরা তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে জাতীয় উদ্যানে জমায়েত হয়। পরে সকলেই সকলের সাথে আলাপচারিতা ও বিভিন্ন আড্ডায় মেতে উঠে। এছাড়াও দিনব্যাপী সকল বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা, মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। দিনব্যাপী এক মিলন মেলায় পরিনত হয় জাতীয় উদ্যান।
এছাড়াও ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের রোবট ইন মুভি ক্যাটাগরিতে সিলভার ও ক্রিয়েটিভ ক্যাটাগরিতে টেকনিক্যাল মেডেলপ্রাপ্ত ক্ষুদে রোবটবিদ মাহরুজ মোহাম্মদ আয়মানকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক তত্ববধানে ছিলেন বন্ধু শিবলী আহমেদ ও একে জামান সুজন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বন্ধু গোলাম রব্বানী রাজীব।