সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
ঘাটাইলের দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা

ঘাটাইলের দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা

 প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে দু’টি পদে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, সম্প্রতি দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বেশ কয়েকজন প্রার্থী আবেদন করেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া কাউকে না জানিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোঃ শফিকুল ইসলাম ও অফিস সহকারি পদে মো. তাওহীদ এর নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন বলে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার, মোনছের আলী ও ফরিদ মিয়া। তারা জানান, প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজশে ওই দু’জনকে নিয়োগ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী ৩০ মার্চ দেওপাড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক নিয়োগ পরিক্ষা হওয়ার কথা  ছিলো কিন্তু অজ্ঞাত কারনে পরিক্ষা তারিখ পিছিয়ে ৩ এপ্রিল নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হবে । নিয়োগ পরিক্ষা স্থগিতের দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
নাম না বলার সর্তে স্থানীয় কয়েক জন ব্যক্তি জানান, নিয়মতান্ত্রিক ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হবে এটা সত্য কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের আগেই প্রশ্ন পত্র দিয়ে দিতে পারে।
দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, নিয়মতান্ত্রিক ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হবে। অনিয়মের অভিযোগ সত্য নয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আ. মান্নান জানান, সকল নিয়ম মেনে রেজুলেশনের মাধ্যমে নিয়োগ পরিক্ষার প্রক্রিয়া করা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়টি তার জানা নেই।
নিয়োগ কমিটির (ডিজি) প্রতিনিধি বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, এ ধরনের অভিযোগ থাকলে সুুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সবকটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840