সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
বুয়েটে পড়তে অদম্য মেধাবী আরাফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

বুয়েটে পড়তে অদম্য মেধাবী আরাফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

xr:d:DAGAOZgXZuQ:67,j:8904040695862010857,t:24040814

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর:  সকল প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন টাঙ্গাইলের নাগরপুর
উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংড়ীপাড়া গ্রামের সন্তান মো.আরাফাত রহমান।

মধ্যবিত্ত পরিবারের এ সন্তান বুয়েটে চান্স পাওয়ায় তার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো.গোলাম মাসুম প্রধান।

সোমবার (৮ এপ্রিল) সকালে আরাফাতকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আসেন ইউএনও। এ সময় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান
তিনি। পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করেন ইউএনও।

আরাফাত রহমান নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংড়ীপাড়া গ্রামের আশিকুর রহমানের ছেলে। তিনি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন।
তিন ভাইয়ের মধ্যে আরাফাত সবার বড়। তিনি ২০২১ সালে এসএসসি পরীক্ষায় ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। ২০২৩ সালে
এইচএসসি পরীক্ষায় সেন্ট যোসেফ থেকে গোল্ডেন জিপিএ-৫ পান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মেধাবী শিক্ষার্থী আরাফাতের বাবা একজন সরকারী চাকুরীজীবি হয়েও তিনি তার তিন সন্তানকে তার সাধ্যেও সবটুকু দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা
করছেন।

এ বিষয়ে বুয়েটছাত্র আরাফাত রহমান বলেন, খুব ছোট থেকে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে পড়াশোনা চালিয়ে আসছি। অনেক গুণীমানুষের সহযোগিতার কারণে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। মা, বাবা ও সবার দোয়ায় বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছি।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন, উপজেলা প্রশাসন সবসময় মেধাবীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কৃতিছাত্র
আরাফাতকে প্রাথমিকভাবে অর্থনৈতিক সহযোগিতা করা হয়েছে। প্রয়োজনবোধে ভবিষ্যতে আরও সহযোগিতা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840