টাঙ্গাইল প্রতিনিধি : শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্বের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অশালীন নৃত্য পরিবেশন হয়েছে। সেই নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।
জানা যায়, গত ১৭ জানুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উত্তরপাড়া আয়োজনে উপজেলা হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাছির। এসময় উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান ও ওবায়দুল হক নাছিরের ছবি এবং আয়োজনে ঘাটাইল উত্তরপাড়া লেখা সম্বলিত ব্যানারে মঞ্চে একে একে দুই নারী নৃত্য পরিবেশন করেন। সেই নৃত্যের মধ্যে পুরো সময়ই ছিলো অশালীন অঙ্গভঙ্গি। ভিডিওতে দেখা যায় মঞ্চের সামনে দর্শকরাও নাচানাচি করছেন। এসময় মঞ্চে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরে এমন আয়োজনের যৌক্তিকতা ও কর্তৃপক্ষের উদাসীন মনোভাবকে দায়ী করে মন্তব্য করেন অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিল্লুর রহমান নামের একজন কমেন্ট করেন- যে বা যার তত্ত্বাবধানে এমন জঘন্য কাজে হয়েছে তাদের বহিষ্কার করা হোক।মামুন আব্দুল্লাহ নামের অপর একজন কমেন্টে লিখেছেন-এই সমস্ত তেলবাজ নেতাদেরকে দল থেকে বহিষ্কার না করলে দল আবারো ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে
স্থানীয়দের অভিযোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশালিন নৃত্য পরিবেশন করে এলাকার মানুষের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এধরনের আয়োজন আমাদের যুব সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। যারা এ আয়োজন করেছে তারা তো মোটেও ভাল কাজ করেনি, যেসকল নেতাকর্মী আয়োজক কমিটির পিছনে ছিলো তারাও ভাল কাজ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নেতাকর্মী বলেন, বড় নেতার সার্বিক সহযোগিতায় এই কাজ হয়েছে। এর দায়ভার তাকেই নিতে হবে। যদিও এ ঘটনার পর খেলাটি বন্ধ হয়ে যায়। কিন্তু শুধু খেলা বন্ধ করলেই তো সব কিছু শেষ হয়ে যায় না। এদের শাস্তি পাওয়া উচিত।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ইতিমধ্যে ওবায়দুল হক নাসির তার নিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি পোষ্ট করেন-
আমি মর্মাহত , দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী …
গতকাল থেকে সোসাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল – টুর্নামেন্ট এর ব্যানার লাগানো আছে । গত ১৭ তারিখ এই টুর্নামেন্টের আমি উদ্ভোধন করি । খেলা শুরু হলে আমি দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়াতে শীতবস্ত্র বিতরনের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকায় সেখানে চলে যাই । সে অনুষ্ঠানের ছবি সহ ১৭ তারিখে আমার ফেসবুক পেইজে আছে । তারপর আমি রাতে ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর বড় মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেবের সাথে মতবিনিময় করে ঐ মাদ্রাসার আয়োজনে রাতের খাবার খেয়ে ঢাকা চলে আসি ।
শহীদ জিয়া টুর্নামেন্টের কার্যক্রম সন্ধার মধ্যে শেষ হয়। যতটুকু জানতে পারেছি টুর্নামেন্ট ২ মাসব্যপী খেলা চলবে বিধায় স্থায়ী মঞ্চে ব্যানারটি লাগানো ছিল । তারপর রাত আট টার সময় সামাজিক সংগঠনের নামে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বলে জানতে পারলাম । সুস্থধারার সাংস্কৃতিক আয়োজন এবং খেলাধুলা আমি সব সময় সহযোগিতা করি । আজ ২২ তারিখ ঘাটাইল পৌর ছাত্রদলের আয়োজনে শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে । আগামীকাল শীতবস্ত্র বিতরন করা হবে । সমাজিক ভাবে ভাল কাজের সাথেই সবসময় নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি । অশ্লিল যেকোন আয়োজন আমি ঘৃনা করি এবং দলীয় নেতাকর্মীরা যাতে জড়িত না হয় সেবিষয়ে সার্বক্ষনিক নির্দেশনা দিই । আমার অজ্ঞাতে এই আয়োজনে আমি ভাষাহীন ,লজ্জিত ।
ঘাটাইলের দায়িত্বশীল নেতা হিসেবে এই দায় আমার এড়িয়ে যাওয়ার সুযোগ নাই । যারা এই অশ্লিল আয়োজনের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমুলক শাস্তি হবে । ভবিষ্যতে এইধরনের আয়োজন যেন কোথাও না হয় সেবিষয়ে সদা সচেতন থাকবো । সর্বোপরি অনিচ্ছাকৃত ভুলের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, এ ঘটনার পর আয়োজক কমিটির সাথে আমাদের কোন যোগাযোগ নেই। তাদেরকে আমরা বিএনপি থেকে বয়কট করেছি, সেই সাথে তাদের জানিয়ে দেওয়া হয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন কর্মকান্ডে তারা যেন না আসে। আর এ বিষয়ে নেতা বিবৃতি দিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আর এ ঘটনার পর থেকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়।