সংবাদ শিরোনাম:
অবহেলিত মুক্তিযোদ্ধাদের স্ব-বাসস্থানের স্থায়ী বন্দোবস্ত ও ভূমি অধিকার আইন প্রনয়নের দাবীতে সখীপুরে সংবাদ সম্মেলন

অবহেলিত মুক্তিযোদ্ধাদের স্ব-বাসস্থানের স্থায়ী বন্দোবস্ত ও ভূমি অধিকার আইন প্রনয়নের দাবীতে সখীপুরে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদক: একাত্তরের অবহেলিত মুক্তিযোদ্ধাদের স্ব-বাসস্থানের স্থায়ী বন্দোবস্ত এবং বসত ভিটা থেকে উচ্ছেদ বন্ধ করা ও ভূমি অধিকার আইন প্রনয়নের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে বুধবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া দক্ষিনপাড়া এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র, সংখ্যা লঘু, বৃহত্তর জাতীয় ৭১ এর অবহেলিত মুক্তিযোদ্ধাদের সংগ্রামী পরিষদ ও বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্ষুদ্র, সংখ্যা লঘু, বৃহত্তর জাতীয় ৭১ এর অবহেলিত মুক্তিযোদ্ধাদের সংগ্রামী পরিষদ ও বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সভাপতি সন্ন্যাসী রশেম কুমার কোচ লিখিত বক্তব্যে জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর জেলায় প্রায় শতাধিক বাঙ্গালি এবং ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির অবহেলিত বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়াসহ স্ব-বাসস্থানের ভূমি স্থায়ী বন্দোবস্ত, বসতভিটা থেকে উচ্ছেদ বন্ধ ও ভূমি অধিকার আইন প্রনয়ন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- সখীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, যাদবপুর ইউনিয়ন কমান্ডার মো: নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমসহ অবহেলিত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840