আগামী বছর থেকে যমুনা নদীতে বাঁধের কাজ শুরু হবে: প্রতিমন্ত্রী

আগামী বছর থেকে যমুনা নদীতে বাঁধের কাজ শুরু হবে: প্রতিমন্ত্রী

প্রতিদিন প্রতিবেদক: আগামী বছর থেকে যমুনা নদীর টাঙ্গাইল অংশে বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নদী ভাঙ্গণ রোধে একটি প্রকল্প দিয়েছি যা একনেকে পাশ হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙ্গন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখানে আমাদের সমীক্ষা হচ্ছে। সব কিছু বুঝার পর আমরা কাজ শুরু করবো। এই বর্ষার আগে কাজটি শুরু করতে না পারলেও আগামী বর্ষার আগে কাজ শুরু হবে। যখন কাজ শেষ হবে তখন এই নদী ভাঙ্গণ থাকবে না।

এসময় পরিদর্শনে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ ছানোয়ার হোসেন এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840