সংবাদ শিরোনাম:
ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে মতবিনিময়

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে মতবিনিময়

বিশেষ প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

সভায় বক্তারা মহাসড়কে ধীরগতির যানবাহন প্রবেশ করতে না পারা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, দুরপাল্লার যানবাহন অযথা পুলিশের হয়রানীর শিকার না হওয়া, মহাসড়কে ট্রাক না রাখা বিশেষ করে নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করা, পথচারি পারাপারের জন্য এলেঙ্গা মহাসড়কে জেব্রাক্রসিং নির্মাণ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শরীফ হাজারী, টাঙ্গাইল জেলা ট্রাক ইউনিয়ন শ্রমিক সমিতির সভাপতি বালা মিয়া, টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840