সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

কালিহাতীতে শিশু ধর্ষণ চেষ্টার আসামী দেড় মাসেও গ্রেফতার হয়নি।। আতংকে পরিবার

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৬০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণ চেষ্টার আসামী রাসেল মিয়াকে দেড় মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওই শিশুটি উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এদিকে দেড় মাসেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা। মামলা করে রয়েছেন আতংকে।

জানা যায়, বখাটে রাসেল মিয়া (২৫) একই গ্রামের ফরমান আলীর ছেলে। শিশুটি গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বাড়ির থেকে বের হলে বখাটে রাসেল জোর করে পাশের জঙ্গলে নিয়ে যায়। ধর্ষণের উদ্দেশ্যে ছাত্রীর জামা পায়জামা ছিঁড়ে ফেলে।

ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীটির শরীরের বিভিন্নস্থানে কামড়ে দেয়। এসময় মেয়েটির চিৎকার দিলে রাসেল পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও রয়েছে।

এলাকাবাসী জানান, বখাটে রাসেল প্রায়ই ওই স্কুল ছাত্রীসহ আরো মেয়েদের উত্যক্ত করেছে। তারা রাসেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো রানী দাশ জানান, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে এরকম ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়।

স্কুল ছাত্রীর পিতা কান্নাবিজড়িত কন্ঠে জানান, আমরা গরীর নীরিহ মানুষ। আমার মেয়ের সাথে এই ঘটনাকারীর বিচার চাই। মামলা করায় আমাদের উপর বিভিন্নভাবে চাপও দেয়া হচ্ছে। আমরা আতংকে আছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীর দাদা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, অভিযুক্ত আসামী রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme