জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত এর সভাপতিতে¦ প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, নন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা- মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নারীদের অধিকার, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, শিশু ও নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

এসময় নন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840